আগামী ৪ মার্চ থেকে শুরু মহিলাদের আইপিএল (WIPL)। আজ মুম্বুইয়ের জিয়ো কনভেনশন সেন্টারে চলছে মহিলাদের আইপিএল নিলাম। এই নিলামে অংশ নিয়েছে মোট পাঁচটি দল। ১২ কোটি টাকার পুঁজি নিয়ে নেমেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। নিলামে ভালো দর পেলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)-শেফালি বর্মা (Shefali Verma)-রিচা ঘোষেরা (Richa Ghosh)।

একনজরে চোখ রাখা যাক কোন ক্রিকেটারকে নিল কোন ফ্র্যাঞ্চাইজি-

১। স্মৃতি মান্ধানাকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল বেঙ্গালুরু
২। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় নিল মুম্বই ইন্ডিয়ানস
৩। পূজা বস্ত্রকরকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
৪। শেফালি বর্মাকে ২ কোটি টাকায় কিনল দিল্লি
৫। জেমাইমা রডরিগেজকে ২ কোটি ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি
৬। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক বেথ মুনিকে ২ কোটি টাকায় কিনল গুজরাত
৭। ইংল্যান্ডের ন্যাট শিভরকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই
৮। রেণুকা সিংকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল বেঙ্গালুরু
৯। দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনল উত্তরপ্রদেশ
১০। সোফি এক্লিসটনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল উত্তরপ্রদেশ
১১। এলিস পেরিকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় কিনল বেঙ্গালুরু
১২। অ্যাশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল গুজরাত
১৩। ম্যাগ লেনিংকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনল দিল্লি
১৪। যষ্টিকা ভাটিয়াকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় নিল মুম্বই
১৫। বাংলাদেশের জাহানারা আলম অবিক্রিত
১৬। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা তিতাস সাধুকে ২৫ লক্ষ টাকায় কিনল দিল্লি।
১৭। দেবিকা বৈদ্যকে ১ কোটি ৩০ লক্ষ টাকায় কিনল উওরপ্রদেশ
১৮। রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কিনল বেঙ্গালুরু

খুশির হাওয়া রিচা ঘোষের বাড়িতে। রিচাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল দিল্লিও। কিন্তু অবশেষে বাজি মারে বেঙ্গালুরু। আইপিএল থেকে পাওয়া টাকা দিয়ে কলকাতায় মা-বাবার জন্য ফ্ল্যাট কিনতে চান রিচা। মুম্বইয়ে যেতে পেরে খুশি হরমনপ্রীত কৌর। তিনি মনে করেন, এবারের আইপিএল থেকে পুরোপুরি বদলে যেতে চলেছে মহিলা ক্রিকেট।

మరింత సమాచారం తెలుసుకోండి: