মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে কপিল দেবের বায়োপিক হয়েছে। আর অধিনায়ক হওয়া, বাদ পড়া, ফিরে আসা, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া - প্রতিটা পরতে যেখানে চমক রয়েছে এক ক্রীড়া ব্যক্তিত্বের সেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বায়োপিক হবে না তা কি কখনও হয়। এর আগে বেশ কয়েক বার আলোচনা হলেও বাস্তব রূপ হয়নি। তবে এবারে সেই সম্ভাবনা কতটা তা জানা নেই। তবে এহেন ব্যক্তিত্বের বায়োপিক দেখার জন্য লক্ষ লক্ষ ‘দাদাভক্ত’ যে অপেক্ষা করছেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর এই বায়োপিকের জল্পনা আবারও উঠল এক টেলিভিশন শো-তে প্রশ্নের উত্তর দেওয়ার পরই। আর স্বয়ম সৌরভই জানিয়েছেন নিজের বায়োপিকে কোন অভিনেতাকে তিনি নিজের চরিত্রে দেখতে চান। প্রশ্নের উত্তরে সৌরভ জানান, “আমার পছন্দ হৃতিক রোশন। কারণ, ও আমার পছন্দের অভিনেতা। তাই আমি চাই আমাকে নিয়ে বায়োপিক হলে আমার চরিত্রে হৃতিক অভিনয় করুন।”
click and follow Indiaherald WhatsApp channel