ভারতের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার অধিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দিলেন নরেন্দ্র মোদী। সেখানে গত কয়েক বছরে ভারতের উত্থানের কথা যেমন তিনি শোনালেন, তেমনই সন্ত্রাসবাদের মতো জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে গোটা দুনিয়াকে সতর্কও করে দিলেন তিনি।
ভারতের ঐতিহ্য বর্ণনা করতে গিয়ে এ দিন মোদী বলেন, ‘‘ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।’’ সেই সঙ্গে সন্ত্রাসবাদের ফলে গোটা বিশ্ব জুড়ে যে রক্তক্ষরণ চলছে সেই ছবিও স্পষ্ট করে তুলে ধরেন তিনি। বলেন, ‘‘আমাদের স্বরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করার সুর যেমন রয়েছে, তেমনই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের আক্রোশও রয়েছে। সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’ রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী মিশনের ভারত থেকে শহিদের সংখ্যা যে সবচেয়ে বেশি সেই তথ্যও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকেই একজোট হওয়ার আবেদন জানান। ভারতের তরফে গোটা বিশ্বকে সম্প্রীতি ও শান্তির বার্তা দেন মোদী।
মোদীর বক্তব্যে উঠে এসেছে বিশ্ব উষ্ণায়ণ প্রসঙ্গও। সেই সঙ্গে গত পাঁচ বছরে নানা ক্ষেত্রে গোটা দেশ কী ভাবে উঠে এসেছে তাও ওই আন্তর্জাতিক মঞ্চ থেকে তুলে ধরেন তিনি।
তিনি যে সমস্ত তথ্যগুলি বিশ্বের সামনে তুলে ধরেছেন সেগুলি হল
• ভারতের তরফে গোটা বিশ্বকে সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছি।
• মানবিকতার স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে।
• রাষ্ট্রপুঞ্জের শান্তি মিশনে ভারতীয় শহিদের সংখ্যা সবচেয়ে বেশি।
• সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
• তাই আমাদের কথায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে সতর্ক করার সুর যেমন রয়েছে, তেমনই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের আক্রোশও রয়েছে।
• ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।
• কিন্তু, আমরা বিশ্ব উষ্ণায়ন থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি।
• বিশ্ব উষ্ণায়নে আমাদের ভূমিকা অত্যন্ত কম।
• পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল আইটেন্টিফিকেশন প্রকল্প এখানে চলছে। এই প্রকল্প গোটা পৃথিবীকে নতুন বার্তা দিচ্ছে।
click and follow Indiaherald WhatsApp channel