গত বছর ডিসেম্বরে জিনি চাতরাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কমেডিয়ান কপিল শর্মা। সেই বিয়েতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিংহ-সহ বলিউডের চেনা মুখেরা। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর এল কপিলের বাড়িতে। মঙ্গলবার ভোর রাত থেকেই খুশির মরশুম কপিলের বাড়িতে। কন্যা সন্তানের বাবা হয়েছেন কপিল। মঙ্গলবার ভোররাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে কপিল লেখেন, ‘‘ব্লেসড টু হ্যাভ আ বেবি গার্ল। নিড ইওর ব্লেসিংস।’’
click and follow Indiaherald WhatsApp channel