মমতা বলেন, এই বাজেট গরিব বিরোধী। এমনিতেই কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। গত বছর এই খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছিল। এবার আরও কমিয়ে দিয়েছে। যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে রাজ্যে, তাতে আয়করে ছাড় দিয়ে সমস্যার কোনও সমাধান হবে না। তাঁর আরও অভিযোগ, বাজেটে খাদ্যের উপর ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি ছাড়া অন্য রাজ্যগুলিকে বঞ্চিত করা হচ্ছে। আইসিডিএস প্রকল্প তুলে দেওযার চক্রান্ত চলছে। তাই এই খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আশাকর্মীদের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্র।
এদিন বিভিন্ন এলাকা থেকে মিছিল আসে নেত্রীর সভার জন্য। মমতার তিনদিনের সফর উপলক্ষে বোলপুরে যে সব তোরণ করা হয়েছিল, তাতে অনুব্রত মণ্ডলের ছবি ছিল না। তবে এদিনের মিছিলকারীদের হাতেপ প্ল্যাকার্ডে অনুব্রতর ছবি দেখতে পাওয়া গিয়েছে। এদিকে বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও একজনকে নেওয়া হল। তিনি হলেন দলের জেলা সহ সভাপতি সুদীপ্ত ঘোষ। সব মিলিয়ে কোর কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল আট।
click and follow Indiaherald WhatsApp channel