অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কখনও দীপিকা পাড়ুকোন, কখনও সারা আলি খান বা শ্রদ্ধা কাপুর। বলিউড তারকাদের সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে তোলপাড় প্রায় গোটা দেশ। এসবের মধ্যে এবার ইয়ামি গৌতমকে মাদক নিয়ে প্রশ্ন করে বসেন তাঁর এক ভক্ত। ইয়ামিকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি মাদক সেবন করেন! বলিউড অভিনেত্রী মাদকে আসক্ত কি না, প্রকাশ্যে তা জিজ্ঞেস করা হয়। যার উত্তরে ইয়ামি জানান, তিনি মাদক সেবন করেন না। এমনকী, প্রত্যেককে এবার মাদক সেবেন না করতে হবে বলেও মন্তব্য করেন ইয়ামিকে।
click and follow Indiaherald WhatsApp channel