১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২০০৯ সালে যেদিন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন তাঁর বয়স ছিল ২৪। আর ২০২১ যখন ওল্ড ট্রাফোর্ডে নামবেন সিআরসেভেন তখন তাঁর বয়স ৩৬। মানে কেরিয়ারের মধ্যগগণে রোনাল্ডো ছেড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড। আর ফিরলেন কেরিয়ারের গোধুলিতে। ২০০৩ সালে ১৮ বছর বয়সে স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন রোনাল্ডো। লাল-সাদা ঐতিহ্যের ম্যান ইউ জার্সিতে রোনাল্ডো হয়ে উঠেছিলেন মহাতারকা। স্যার আলেক্স ফার্গুসনের কোচিংয়ে একেবার ক্ষুরধার হয়ে উঠেছিলেন পর্তুগিজ মহাতারকা। ২০০৩-০৪ মরসুমে ইংল্যান্ডে খেলা সবচেয়ে বেশি দামি বিদেশী হিসেবে যোগ দেওয়া রোনাল্ডো ২০০৭ সালে ক্লাবকে ইংলিশ প্রিমিয়ার লিগে এনে দিয়েছিলেন। আর ২০০৮ সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ আর উয়েফা বর্ষসেরা ক্লাব ফুটবলার। এরপরই কোচ আলেক্স ফার্গুসনের সঙ্গে মনোমালিন্য ও রিয়াল মাদ্রিদের আকাশছোঁয়া আর্থিক প্রস্তাবের কারণে ২০০৯-২০১০ মরসুমে ক্লাব ছাড়েন।

এরপর ২০০৯ থেকে ২০১৮ রিয়াল মাদ্রিদের হয়ে খেলে দুনিয়ার সেরা ফুটবলার হতে গেলে যা যা করতে হয় সব কিছুই অর্জন করেন রোনাল্ডো। রিয়ালের কেরিয়ার যদি রোনাল্ডোকে মহাতারকায় পরিণত করে, তা হলে ম্যান ইউয়ের কেরিয়ার তাঁকে মহাতারকা বানানোর আসল ভিতটা বানিয়ে দিল। এবার প্রশ্ন, রোনাল্ডো কি ম্যানচেস্টার ইউনাইটেডে সোনালি যুগ ফেরাতে পারবেন? জুভেন্তাসে গিয়ে রোনাল্ডো সেভাবে ক্লাবকে আসল সাফল্য এনে দিতে পারেননি। সবচেয়ে বড় সমস্যা রোনাল্ডোর বয়স এখন ৩৬। এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডও ৮ বছর হয়ে গেল প্রিমিয়ার লিগ খেতাব জেতেনি। আর রোনাল্ডো যেবার শেষবার ক্লাবে খেলছিলেন, সেই ২০০৮ চ্যাম্পিয়ন্স লিগে খেতাব জিতেছিল ম্যান ইউ। এবার দেখার সোনালি দিন ফেরে কি না। দু পক্ষেরই-রোনাল্ডোরও, ম্যানচেস্টার ইউনাইটেডেরও।

మరింత సమాచారం తెలుసుకోండి: