৭৭-এ পা দিয়েছেন বলিউড সাহেনশা অমিতাভ বচ্চন। স্বভাবতই
বচ্চন পরিবারে তাঁর জন্মদিন কীভাবে পালিত হলো তা জানতে আগ্রহী অনেকেই। তবে সেই
সেলিব্রেশনের ছবি কেউই প্রকাশ করেননি। কিন্তু ভক্তদের নিরাশ করলেন না বচ্চন
পরিবারের গৃহবধূ ঐশ্বর্য রাই বচ্চন। বিগ বি’র জন্মদিনের পর মেয়ে আরাধ্যার সঙ্গে
শ্বশুরমশাইয়ের একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। যেখন দাদুকে 'পা দাদাজি' বলে উল্লেখ করতে
দেখা যায় আরাধ্যাকে।
click and follow Indiaherald WhatsApp channel