তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার অনিল টুইট করেছেন, ‘আমার করোনা ধরা পড়েছে, আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে আমি ভর্তি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোভিড পরীক্ষা করাতে বলছি’। 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' (আইসিএমআর)-এর সঙ্গে যৌথভাবে 'ভারত বায়োটেক' যে 'কোভ্যাক্সিন' তৈরি করেছে গত ২০ নভেম্বর আম্বালার এক হাসপাতালে সেই ডোজ দেওয়া হয়েছিল অনিলকে। অনিল নিজে জানিয়েছেন, তিনিই ছিলেন তাঁর রাজ্যে ওই টিকার থার্ড ফেজের ট্রায়ালের প্রথম গ্রাহক। তবে তিনি নিজেই আজ করোনা পরীক্ষা করান। এবং তাঁর সংক্রমণ ধরা পড়ে। তিনি এ-ও জানান, আগামীকাল বেলা এগারোটায় তাঁর একটি ট্রায়াল ডোজ আছে।
click and follow Indiaherald WhatsApp channel