দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। তাঁর স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে বিপিন রাওয়াত কেমন আছেন সে বিষয়ে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

অন্যদিকে, কেবল ২০১৬ নয়, ২০১৫-র এক সার্জিক্য়াল স্ট্রাইকেও (Surgical Strike) সামনে থেকে নেতৃত্ব দেন বিপিন রাওয়াত (Bipin Rawat)। জঙ্গি দমনে সিদ্ধহস্ত ছিলেন রাওয়াত। উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা নেন তিনি। তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন ছিল মায়ানমারের NSCN-K জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। রাওয়াতের তত্ত্ববধানে ভারতীয় সেনার ডিমাপুর বেস থেকে ওই অভিযান চলে। সেনার প্রায় ৭০ জন কম্যান্ডর ওই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ৪০ মিনিটের অভিযানে নাগা জঙ্গি গোষ্ঠীর ৩৮ জন সন্ত্রাসীকে খতম করেছিল ভারতীয় সেনা (Indian Army)। এর আগে মণিপুরের চান্দেল এলাকায় ভারতীয় সেনার ১৮ জন জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। তার বদলা নিতেই ওই সন্ত্রাসদমন অভিযান চালায় সেনা। এর আগে মণিপুরের চান্দেল এলাকায় ভারতীয় সেনার ১৮ জন জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। তার বদলা নিতেই ওই সন্ত্রাসদমন অভিযান চালায় সেনা।

మరింత సమాచారం తెలుసుకోండి: