সারদা মামলায় জামিন পেয়েছেন রাজীব কুমার । কিন্ত এবার সিবিআই আবার তাঁকে টার্গেট করেছে রোজভ্যালী ইস্যুতে । সিবিআইয়ের তদন্তকারীদের ইঙ্গিত, তাঁরা রোজভ্যালির তদন্তে আরও জোর দিতে চান। ওই মামলাতেও ইতিমধ্যে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয়েছে শীর্ষ এই আইপিএস কর্তাকে। তিনি হাজির হননি।
এর আগে এ বছরের ফেব্রুয়ারি মাসে, শীর্ষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে যে হলফনামা জমা দেওয়া হয়েছিল, সেখানেও রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁর পুলিশ কমিশনারেটের মধ্যে বসে কী ভাবে বছরের পর বছর রোজভ্যালি ওই প্রতারণার ব্যবসা চালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। ওই তদন্তের ক্ষেত্রেও রাজীব কুমার অসহযোগিতা করেছিলেন বলে অভিযোগ তুলেছিল সিবিআই।
কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযোগ, বিশেষ তদন্তকারী দল (সিট)-এর অন্যতম শীর্ষ কর্তা হওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজভ্যালির বিরুদ্ধে হওয়া এফআইআর সম্পর্কে কোনও তথ্য সিবিআই-কে দেননি বলে অভিযোগ। সেই কারণেই সিবিআই-কে ওড়িশার একটি অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করতে হয়।
সিবিআই আধিকারিকদের একাংশের দাবি, রোজভ্যালি তদন্তেও রাজীব কুমার যে তথ্য গোপন করেছেন এবং সিবিআই-কে তথ্য না দিয়ে অসহযোগিতা করেছেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। সেই কারণেই রাজীব কুমারকে সিবিআই দু’বার বয়ান রেকর্ড করার জন্য ডেকেছিল। অথচ সারদা মামলার মতোই তিনি নোটিস পেয়েও হাজিরা এড়িয়ে গিয়েছেন।
সুতরাং এবার রোজভ্যালি মামলাকে হাতিয়ার করে রাজীব কুমারকে জেরার জন্য ডাকতে পারে সিবিআই । সেজন্য সব দিক বিচার বিবেচনা করে এগিয়ে যেতে চাইছে সিবিআই । তবে পুজোর ছুটির পরে আবার রাজীব কুমারকে নিয়ে মাঠে নামতে চলেছে সিবিআই । তাই সারদা মামলায় জামিন পেলেও স্বস্তিতে নেই রাজীব কুমার ।