৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কোভিড বিধি নিষেধ। তবে লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। শনি ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। প্রতিদিন মেট্রো স্যানিটাইজ করতে হবে। মেট্রোর কর্মী ও যাত্রীদের করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে।এছাড়া ১৬ জুলাই থেকে কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেছে নবান্ন।উঠে যাচ্ছে দোকান-বাজার খোলার বিধিনিষেধ।

এক নজরে দেখে নেওয়া যাক কী কী ছাড় দেওয়া হলো -

* বাজার-দোকান খোলার সময়ের নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে।

* সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

* জরুরি পরিষেবায় যুক্ত অফিস আগের মতোই খোলা থাকবে। সাধারণ সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি হাজিরা নয়। অন্য দিকে বেসরকারি অফিস এবং কলকারখানায় হাজিরা থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ।

* ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, ট্রাম, ট্যাক্সি, অটো।

* চালু হচ্ছে না লোকাল ট্রেন। স্টাফ স্পেশাল ট্রেন চলবে।

* সিনেমা হল, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে।

* সমস্ত ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকছে। কোনওরকম জমায়েত করা যাবে না।

* ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে বিয়ের অনুষ্ঠান।

* শেষকৃত্যে ২০ জন যোগ দিতে পারবেন।

* সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। টিকা যাঁরা নিয়েছেন, তাঁরাই পার্কে যেতে পারবেন।

* যে সুইমিং পুলে রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারুরা প্রশিক্ষণ নেন সেগুলি সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।

* জিম খোলা থাকতে পারবে সকাল ৬টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।

* শপিং মলে ৫০ শতাংশ মানুষের প্রবেশের অনুমতি

* ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, বার

* সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে

* ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে শুটিং চলবে

* খেলাধুলো চলতে পারে। তবে দর্শক প্রবেশ নিষিদ্ধ।

మరింత సమాచారం తెలుసుకోండి: