অন্যদিকে, সোমবার এই তিন ডিভিশনের ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন IFA-র নবনিযুক্ত সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকে নতুন মরশুমে বয়সভিত্তিক লিগ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত বিভিন্ন ক্লাবে বেশি বয়সের ফুটবলার আর খেলতে পারবেন না। এই সিদ্ধান্তকে 'টিম IFA-র ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর কথায়, 'তৃতীয় থেকে পঞ্চম ডিভিশনের ৫টি বিভাগে ১১৫টি ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাব যদি অনুর্ধ্ব ১৬ থেকে অনুর্ধ্ব ২০ বয়সীমার ৩০ জন করে ফুটবলারকে নিয়ে দল গড়ে, তাহলে সাড়ে তিন হাজারেরও বেশি ফুটবলার পাওয়া যায়। তাঁদের মধ্যে থেকে প্রতিভাবান ১০ শতাংশ ফুটবলারকে বেছে নেওয়ার ইচ্ছা আছে'।
click and follow Indiaherald WhatsApp channel