আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোহলি। আইসিসি হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন কোহলি। অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচে ২২০ রান করেছেন কোহলি। গড় ১১০.০০। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে এ বারের বিশ্বকাপে কেমন মানসিকতা নিয়ে খেলতে নেমেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। করেছিলেন ৫৩ বলে ৮২ রান। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি।

অন্যদিকে, কখনও ফাইন লেগের ওপর দিয়ে নটরাজ সুইপ, তো কখনও ওয়াইড লং অন দিয়ে হেলিকপ্টার হুইপ! প্রয়োজনে এক্সট্রা কভারের ওপর দিয়ে ড্রাইভ থেকে ব়্যাম্প ওভার উইকেটকিপার। আবার স্কোয়ারের ওপর দিয়ে কাট। এই মুহূর্তে একজন ব্যাটারই এসব অনায়াস দক্ষতায় এবং অবলীলায় করছেন। তাঁর আর কোনও ভূমিকার প্রয়োজন নেই। তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ওরফে বাইশ গজের নতুন 'মিস্টার ৩৬০'। বোলাররা বুঝেই উঠতে পারছেন না যে, বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারকে কোন বলে পরাস্ত করা সম্ভব! কীভাবে থামবে এই তাণ্ডবলীলা! কিংবদন্তি সুনীল গাভাসকরও মোহিত সূর্য রোশনাইয়ে। সূর্যর একের পর এক মারকাটারি ইনিংস দেখে ব্যাটিং মায়েস্ত্রো থ! তিনি বলছেন, 'বোলাররা যে অ্যাঙ্গেলে ওকে লক্ষ্য করে বল করছে, ও সেই অ্যাঙ্গেলেরই অ্যাডভান্টেজ নেয়। ওর ক্রিকেট বইতে সব শট আছে'। এহেন সূর্য রোষে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন বোলাররা। চলতি টি-২০ বিশ্বকাপে  রয়েছেন আগুনে ফর্মে। এখন প্রশ্ন, সূর্য কীভাবে এক সহজে সব বিচিত্র শট নেন! কোন বিশেষ ট্রেনিং নিয়েছেন মুম্বইকর? বছর বত্রিশের ক্রিকেটার বলছেন যে, ছোটবেলার শিক্ষাই কাজে লাগাচ্ছেন তিনি। সবটাই রাবার বলের মাহাত্ম্য।

మరింత సమాచారం తెలుసుకోండి: