ঘর বন্দি অবস্থায় এ যেন টাটকা অক্সিজেন। হ্যাঁ, গায়িকা জুন ব্যানার্জির অন্তত এটাই হয়েছে। প্রায় এক বছর ধরে পরিকল্পনার পর সেই ফল যখন ‘কিছু ভালো লাগে না’ অবস্থায় আসে তখন সেই পাওনা বাড়তি মাত্রা পায়। আবার সেই পাওনা যদি খুব নিজের আর প্রথম কিছু হয় ? ভাবছেন কি রে বাবা এতো হেঁয়ালি কেন! তাই তো ? তাহলে শুনুন জুনের প্রথম একক গান (Single Song) আসছে ১০ এপ্রিল, গুড ফ্রাইডের দিন। ‘নিন্দিয়া রে’ (Nindiya Re) মুক্তি পাবে ‘সং ফেস্ট ইন্ডিয়া’ (@songfestindia) ইউটিউব চ্যানেলে। ‘নিন্দিয়া রে’ পাকিস্তানি কোক স্টুডিও সিজন ফোরে গেয়েছিলেন কাভিস (Kaavish)। জুনের এই গানে লাইভ গিটার, ড্রাম এবং বেস ছিল, যা এই মেলোডিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। জুনের কথায়, ‘অনেকদিন ধরে নিজে কিছু একটা করার ইচ্ছে ছিল। যা শেষ পর্যন্ত সম্ভব হলো। ভবিষ্যতে নিজেই গান কম্পোজ করার ইচ্ছে রয়েছে। এবারে খুব ইচ্ছে ছিল ২৫ শে বৈশাখ রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু কাজ করার। কিন্তু এবারে সেটা সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে। তবে আগামী দিনে ডেফিনিটলি করব।’
click and follow Indiaherald WhatsApp channel