সোমবার রাতে ইউরো কাপের (Euro 2020) দুটি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচই একেবারে নাটকীয় হল। নাটকীয় দুই ম্যাচ শেষে দেখা গেল একই দিনে ঘণ্টখানেক ব্যবধানে এবারের ইউরো কাপ থেকে বিদায় নিল গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স দেশ। দুটো ম্যাচই একেবারে টানটান হল। দুটো ম্যাচেই নির্ধারিত সময়ে ফল হল ৩-৩। দুটো ম্যাচেই আন্ডারডগ দুই দল ১-৩ গোলে পিছিয়ে থেকে শেষের দিকে দুরন্ত ফুটবল খেলে ৩-৩ গোলে ড্র করে। ১-৩ পিছিয়ে থেকে ম্যাচ নির্ধারিত সময়ের বাইরে নিয়ে যায় ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড। ক্রোয়েশিয়া খেলেত নেমেছিল ফেভারিট স্পেনের বিরুদ্ধে। আর সুইসরা নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে। শেষ অবধি ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়াকে অতিরিক্ত সময়ের করা জোড়া গোলে ৫-৩ গোলে হারাল স্পেন। আর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারাল সুইজারল্যান্ড।

কোপেনহেগেন আর বুদাপেস্ট। দুটো জায়গায় হওয়া এই দুই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হল অনেকটা একই ঢঙে। দুটো ম্যাচ মিলিয়ে এক দিনে হল মোট ১৪টা গোল। ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচে টাইব্রেকারে হল ৯টি হল। যেখানে গ্রুপ লিগে ইংল্যান্ডের গ্রুপে মোট ৬টা ম্যাচে মিলিয়ে হয়েছিল ১০টা গোল। এবারের ইউরো কাপে এখনই রেকর্ড ৯টা গোল হয়ে গিয়েছে। যার মধ্যে গতকাল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজেই আত্মঘাতী গোল করেন খোদ স্পেনের গোলকিপার উনাই সিমোন।রুদ্ধশ্বাস জোড়া মহারণের সাক্ষী রইল ইউরো কাপ । সোমবার ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন । আর এদিকে সুইজারল্যান্ডের কাছে হেরে ইউরো থেকে বিদায় নিতে হল ফ্রান্সকে। পরের ম্যাচটি যেন প্রথমটিরই অ্যাকশন রিপ্লে। এক্সট্রা টাইমেই ঘুরে গেল ভাগ্যের চাকা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথমে ৩-১ গোলে এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ের আগে সমতা ফিরিয়ে আনে ক্রোয়েশিয়া। যদিও এক্সট্রা টাইমে খেলা গড়ালে শেষ হাসি হাসে স্পেন। সুইজারল্যান্ড-ফ্রান্স ম্যাচও অনেকটা একইরকম ছিল।

మరింత సమాచారం తెలుసుకోండి: