৩৬ রানে অলাআউটের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। সৌজন্যে অধিনায়ক আজিঙ্কে রাহানের শতরান। সেই সঙ্গে শুভমন গিল রবীন্দ্র জাদেজার যোগ্য সঙ্গত। আর ঠিক এই কারণেই খুশি বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা সন্তাসম্ভবা হওয়ায় প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছেন বিরাট কোহালি। বাকি তিন টেস্টে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছে রাহানের উপর। ফের একবার দেখিয়ে দিলেন, অধিনায়কত্বের প্রভাব তাঁর ব্যাটিংয়ে একেবারেই পড়ে না।
ডেপুটির দুরন্ত ইনিংসে খুশি বিরাট কোহালি। দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই তিনি টুইট করেছেন, ‘‘আরও একটা দারুণ দিন গেল আমাদের। টেস্ট ক্রিকেটের আসল রূপ আরও একবার দেখা গেল। দুরন্ত ইনিংস খেলল জিঙ্কস।’’
click and follow Indiaherald WhatsApp channel