বলি টাউনে এখন নতুন সেন্সেসন রনবীর আলিয়া জুটি। বলি টাউনে গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই যে এই জুটি নাকি সামনের বছরই বিয়ে করছেন। দুই পরিবারেও এই নিয়ে আনন্দের শেষ নেই। খবর আছে দুই পরিবারই নাকি বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। ঋষি কাপুর যখন লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তখন আলিয়া- রনবীর মাঝে মধ্যেই উড়ে যেতেন তাঁর সঙ্গে দেখা করতে। সম্প্রতি ঋষি কাপুর দেশে ফেরায় বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়েছে।
আগের দিন রাতেই আলিয়াকে রনবীরের বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে। হলুদ রঙের ঝলমলে সালোয়ারে রণবীরের বাড়িতে গিয়েছিলেন তিনি। বেরোনোর সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন আলিয়া ভট্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা প্রতিক্রিয়ায় ভরে দিলেন মজার মজার জোকস-এ। ভাবছেন তো, সম্পর্ক নিয়ে লুকোছাপা না করা আলিয়া বয়ফ্রেন্ড রণবীরের বাড়ি থেকে ফেরা নিয়ে এত ঠাট্টা করার কী রয়েছে?
আসল ঘটনাটা হল এই যে রাতের অন্ধকারে, দূর থেকে আলিয়ার ওই ছবি দেখে আপনি রীতিমত ভয় পেতে পারেন। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে যাওয়া চোখ দেখে যে কারো মনে হতেই পারে, আলিয়ার উপর ভর করেছে কোনও অশরীরি। আর সেই ছবিই ভাইরাল হওয়া মাত্রই কেউ কেউ কমেন্ট করেছেন, ‘ইনি আলিয়া নন, ইনি ভূতিয়া ( ভূত)। আবার কেউ বা লিখেছেন, ‘চোখ দেখে মনে হচ্ছে কোনও খারাপ আত্মা ভর করেছে তোমার উপর।’ পাশাপাশি অনেকেই আলিয়ার হয়েও কমেন্ট করেছেন। তাঁদের বক্তব্য, ‘অন্ধকারে দূর থেকে ছবি দেখে আলিয়ার সৌন্দর্য মাপা যায় না।’
click and follow Indiaherald WhatsApp channel