অন্যদিকে, ইডেন গার্ডেন্স যন্ত্রণার সাক্ষী থেকেছে কুলদীপ যাদবের। এই ইডেনে তাঁর হ্য়াটট্রিকও রয়েছে। মিশ্র অনুভূতির ইডেনে আরও একবার প্রত্যাবর্তন কুলদীপের। গত কয়েক বছর জাতীয় দলে নিয়মিত নন। চোট আঘাতও সমস্য়ায় ফেলেছে তাঁকে। এ দিন অনবদ্য বোলিং করলেন। আর ব্যাটিংয়ে চাপের মুখে দলকে ভরসা দিল মিডল ও লোয়ার অর্ডার। লোকেশ রাহুলের সঙ্গে শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়ার জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে বলতে হয় রাহুল-হার্দিক জুটির কথা। চাপের মুখে ১১৯ বলে ৭৫ রান যোগ করে এই জুটি। হার্দিক ফিরতেই সাময়িক আতঙ্ক। এ দিন দলের প্রয়োজনের সময় খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন রাহুল। ৬৪ রানে অপরাজিত থাকলেন রাহুল। ভারতের জয়ের অন্যতম নায়ক হয়েই থাকলেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel