স্কুলে ক্লাস চলাকালীন নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্তা করার অভিযোগে পুলিশ এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত হাসনাবাদ থানার অন্তর্গত দূর্গাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়। এর জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্কুলের পড়ুদের অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষকের নাম দিলীপ দাস। অভিযোগ বহুদিন ধরেই স্কুলের নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থা করছেন প্রধান শিক্ষক। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চাইতো না। এরপর বুধবার এক ছাত্রীর সঙ্গে একই ব্যবহার করলে সে ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের কাছে সব খুলে বলে৷
ঘটনাটি জানাজানি হতেই, একে একে অন্যান্য ছাত্রীরাও মুখ খুলতে থাকে। হাসনাবাদ থানায় সব ছাত্রীদের পরিবার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ দিলীপ দাস কে গ্রেপ্তার করে।
click and follow Indiaherald WhatsApp channel