মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ? এটাই এখন বলিউডের সবচেয়ে
আলোচিত টপিক। সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বাঙালি অভিনেত্রীর একটি ছবি
প্রকাশ্যে এসেছে। ধূসর রঙের লেহেঙ্গা চোলিতে বেশ সুন্দর দেখাচ্ছিল বং
কন্যাকে। অন্যদিকে কালো কুর্তা-পাজামায় বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল করণ সিং
গ্রোভারকেও। কিন্তু ছবিতে বিপাশাকে সন্তান সম্ভবা বলে মনে করছেন অনেকেই। আবার অনেকই এই
ধরনের মন্তব্যকে একেবারই ঠিক নই বলে জানিয়েছেন। যে পোশাক পরেছেন সেই পোশাকের
কারণেই বিপাশাকে ওরকম লাগছে বলে অনেকের মত। তবে জল্পনা অব্যাহত। এ বিষয়ে করণ বা
বিপাশা কেউই মুখ খোলেননি।
click and follow Indiaherald WhatsApp channel