ঝালদা কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি।  কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে বৃহস্পতিবার খুনির স্কেচ এঁকে ফেলেছেন সিআইডির বিশেষজ্ঞ। এক প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে খুনির স্কেচ করানো হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগান। আততায়ীকে ধরে দিতে পারলে মোটা অর্থের নগদ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুলিশ। তবে সেই টাকার অঙ্ক কত সে বিষয়ে কিছু বলেনি তারা। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, কাউন্সিলরকে যারা খুন করেছে তারা সুপারি কিলার। অন্য কোনও রাজ্য থেকে তাদের ভাড়া করা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত কাউন্সিলরের ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এ বারের পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দীপক। কিন্তু কাকার বিরুদ্ধে হেরে যান তিনি।

এদিকে এই খুনের ঘটনা নিয়ে যখন রাজ্য–রাজনীতি তোলপাড় তখন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। ঠিক কী বলেছেন ভাইপো?‌ মিঠুন অভিযোগ করেন, ‘‌আমি ঝালদা থানার সিভিক ভলেন্টিয়ার ছিলাম। আমার কাকা তপন কান্দু আগে বিজেপি করতেন। তাই তৃণমূল কংগ্রেসের চাপে আইসি আমাকে সিভিকের কাজ থেকে সরিয়ে দেন। সম্প্রতি তিনি বলেছিলেন, তোর কাকাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে পারলে তুই তোর চাকরি ফিরে পাবি।’‌ এই বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‌আইসি’‌র বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি।’‌

మరింత సమాచారం తెలుసుకోండి: