আইপিএলের দ্বিতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) হয়তো তাদের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) ছেড়ে দেবে। সম্প্রতি জাদেজার সঙ্গে চেন্নাইয়ের সমীকরণ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল যে, জাদেজা হয়তো খেলবেন অন্য কোনও জার্সিতেই। কিন্তু না, এমএস ধোনির (MS Dhoni) 'ইয়েলো আর্মি'তেই তাঁর স্যার জাদেজা! গত আইপিএলের আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। নতুন অধিনায়ক করা হয় জাডেজাকে। কিন্তু তাঁর নেতৃত্বে প্রথম আট ম্যাচের মধ্যে সাতটিতেই হারে চেন্নাই। চাপে পড়ে অধিনায়কত্ব ছেড়ে দেন জাডেজা। আবার নেতৃত্বের বোঝা ঘাড়ে নেন ধোনি। মরসুমের শেষ কয়েকটি ম্যাচে চোটে খেলতেও পারেননি জাডেজা। প্রকাশ্যে জাডেজার অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন ধোনি।

অন্যদিকে, এ বছর বাংলা ছেড়ে ত্রিপুরাতে যোগ দিয়েছেন তিনি। দলের অধিনায়কও ঋদ্ধি। দলকে চণ্ডীগড়ের বিরুদ্ধে জেতানোর মতো জায়গায় পৌঁছেও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ঋদ্ধি মঙ্গলবার ১০১ রান করেন। তিনি যখন আউট হন ত্রিপুরার প্রয়োজন ছিল ১০ বলে ১৪ রান। কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারল না ত্রিপুরা। ৪ রানে হেরে যায় তারা। ঋদ্ধি ১০৬ বলে ১০১ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছ’টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। রজত দে ৭৮ রান করেন। রান পাননি সুদীপ চট্টোপাধ্যায়। তিনি মাত্র ১৪ রান করেন। ঋদ্ধি এবং সুদীপ এই মরসুমে বাংলা ছেড়ে ত্রিপুরা দলে যোগ দেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: