তিনি মিথ ভেঙেছেন। নিজেই টেনে নিয়ে গেছেম মুভিকে। ‘কুইন’ তাঁর জীবনই পাল্টে দিয়েছে। তারপর একের পর এক সুপারহিট মুভি। কিন্তু তাঁর পরবর্তী ছবি ‘পাঙ্গা’র জন্য কীভাবে তৈরি হয়েছে কঙ্গনা রানাওয়াত ? তাঁর জবাব দিলেন ট্রেনার গৌরি ওয়েদাকার। মুম্বই মিররকে দেওয়া সাক্ষাত্কারে গৌরি জানালেন কীভাবে নিজেকে এই চরিত্রের জন্যে তৈরি করেছিলেন কঙ্গনা। ‘আমাদের প্রথম সাক্ষাতেই কাবাডির বেসিক মুভস শেখাতে অনুরোধ করেছিলেন কঙ্গনা। আমি ছোট ছোট মেয়েদের শেখাই। তাদেরও অন্তত ৬ মাস সময় লাগে এই পর্যায়ের ট্রেনিং করতে। কঙ্গনা কিন্তু কয়েকবার দেখেই রপ্ত করে নিয়েছিলেন ডজিং টেকনিক। প্রতিদিন সকাল ৮টা থেকে ট্রেনিং শুরু করে টানা দু’ঘন্টা চলত। একদিনও কোনও ট্রেনিং সেশন মিস করেননি তিনি। দিল্লি, কলকাতা, মুম্বইয়ের বিভিন্ন মরশুমে শ্যুটিং করেছি আমরা। আবহাওয়া যাই হোক না কেন কঙ্গনার ডেডিকেশনে কোনও ফারাক পড়েনি। কাবাডিতে পায়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাই ওয়র্কআউটে প্রতিদিন স্কোয়াট এবং লাঞ্জেস করানো হত ওঁকে।’
click and follow Indiaherald WhatsApp channel