পুজো কমিটির কর্তৃত্ব থাকবে কার দখলে? এই নিয়েই তৃণমূল-বিজেপি সংঘর্ষে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ। সূত্রের খবর, মারপিটে জখম হয় দু’পক্ষের বেশ কয়েকজন৷ টালিগঞ্জ থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

জানা গিয়েছে, রাসবিহারী অ্যাভিনিউ এলাকার আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির দুর্গাপুজোর দখল নিয়ে বিবাদে জড়ায় তৃণমূল-বিজেপি৷ তৃণমূলের দাবি, নব্বই বছরেরও পুরনো পুজো দখল নেওয়ার চেষ্টা করছে বিজেপি।  সেজন্যই গত কয়েকদিন ধরে এলাকায় দাপাচ্ছে গেরুয়া শিবিরের লোকজন। বিজেপি নেতা সায়ন্তন বসু এলাকার এক দুষ্কৃতী ও তার দলবলকে নিয়ে সেখানে যান বলেও দাবি ঘাসফুল শিবিরের৷ তাদের আরও দাবি, পুজো কমিটির সদস্যদের অন্ধকারে রেখেই খুঁটিপুজোর চেষ্টা করেন তারা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ৷ তাঁরাই বিজেপি নেতা ও কর্মীদের প্রতিরোধ করেন৷ ঘটনায় বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে শাসকদল৷ অন্যদিকে তৃণমূলের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে মারধরের পালটা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অজয় অগ্নিহোত্রী৷ মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি৷


পুজো কমিটির কর্তৃত্ব থাকবে কার দখলে? এই নিয়েই তৃণমূল-বিজেপি সংঘর্ষে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ। সূত্রের খবর, মারপিটে জখম হয় দু’পক্ষের বেশ কয়েকজন৷ টালিগঞ্জ থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Find out more: