বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এখনও পর্যন্ত ক্রিকেট মাঠে নামেননি ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কখনও ভারতীয় সেনাদের সঙ্গে ট্রেনিং করেছেন তো কখনও লম্বা ছুটিতে গিয়েছেন। আর সেই সঙ্গে বেড়েছে তাঁর অবসর জল্পনা। এখনও সেই জল্পনা অব্যাহত। সম্প্রতি ফুচকা বানিয়ে প্রাক্তন সতীর্থকে খাওয়াতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে ফুচকা স্টলের পাশে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। ফুচকা বিক্রেতাও রয়েছেন পাশে। ফুচকা স্টলের বিপরীত প্রান্তে থালা হাতে দাঁড়িয়ে প্রাক্তন পেস বোলার আরপি সিংহ ও স্পিনার পীযূষ চাওলা। ধোনি একটি ফুচকা নিয়ে যত্ন সহকারে তার মধ্যে ভরছেন প্রয়োজনীয় উপকরণ। তার পর সেই ফুচকাতে ভরলেন টকজল। পরিবেশন করলেন আরপি সিংহের প্লেটে। ধোনির বানানো ফুচকা পেয়ে খুশিতে গদগদ আরপি দেরি না করেই তা ভরে ফেললেন মুখে।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এখনও পর্যন্ত ক্রিকেট মাঠে নামেননি ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কখনও ভারতীয় সেনাদের সঙ্গে ট্রেনিং করেছেন তো কখনও লম্বা ছুটিতে গিয়েছেন। আর সেই সঙ্গে বেড়েছে তাঁর অবসর জল্পনা। এখনও সেই জল্পনা অব্যাহত। সম্প্রতি ফুচকা বানিয়ে প্রাক্তন সতীর্থকে খাওয়াতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে ফুচকা স্টলের পাশে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। ফুচকা বিক্রেতাও রয়েছেন পাশে। ফুচকা স্টলের বিপরীত প্রান্তে থালা হাতে দাঁড়িয়ে প্রাক্তন পেস বোলার আরপি সিংহ ও স্পিনার পীযূষ চাওলা। ধোনি একটি ফুচকা নিয়ে যত্ন সহকারে তার মধ্যে ভরছেন প্রয়োজনীয় উপকরণ। তার পর সেই ফুচকাতে ভরলেন টকজল। পরিবেশন করলেন আরপি সিংহের প্লেটে। ধোনির বানানো ফুচকা পেয়ে খুশিতে গদগদ আরপি দেরি না করেই তা ভরে ফেললেন মুখে।
click and follow Indiaherald WhatsApp channel