মাধুরী দীক্ষিত। তাঁর অভিনয় আর নাচের জাদুতে পাগল দর্শকরা। এবার আবার ফিল্মফেয়ারের মঞ্চে মাধুরী ম্যাজিক দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। ৬৫ তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে লাইভ পারফর্ম করতে চলেছেন মাধুরী দীক্ষিত। দেবদাস, দেড় ইশকিয়ার মতো ছবির জনপ্রিয় গানের সঙ্গেই এদিন পারফর্ম করবেন মাধুরী। তারই প্রস্তুতি হিসেবে ১৪ ফেব্রুয়ারি স্টেজে প্র্যাক্টিস করতে দেখা গেল তাঁকে। তাঁর গোটা অ্যাক্টটাই কোরিওগ্রাফ করেছেন বিখ্য়াত নৃত্য পরিচালক শামক দাভর।
click and follow Indiaherald WhatsApp channel