রবিবার আইসিসি যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে অস্ট্রেলিয়ার স্মিথ রয়েছেন ৯০১ পয়ন্টে। কোহালির পয়েন্ট ৮৮৮। অর্থাৎ স্মিথের থেকে মাত্র ২১ পয়েন্ট দূরে রয়েছেন তিনি। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন কোহালি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৪ রানের বেশি তিনি করতে পারেননি। প্রথম টেস্টের পর তিনি ২ পয়েন্ট পেয়েছেন। উল্টোদিকে স্মিথ প্রথম ইনিংসে ১ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১ রান করেন। তাঁর ১০ পয়েন্ট কমে গেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফির প্রথম টেস্টে লজ্জাজনক হার। এমনকী এক ইনিংসে সর্বনিম্ন স্কোর-এর লজ্জার ইতিহাস লিখেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া (Team India)। ৩৬ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ। আট উইকেটে অ্যাডিলেড টেস্ট জয় অস্ট্রেলিয়ার।

সিরিজের বাকি টেস্টে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এবার ভারতকে হোয়াইটওয়াশের সুবর্ন সুযোগ বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। অ্যাডিলেডে (Adelaide) পিঙ্ক টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন বিরাট কোহলি (Virat Kohli)। সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) পাশে থাকতে চান ভারত অধিনায়ক। নতুন বছরের শুরুতেই (Virat Kohli) বিরাট-অনুষ্কার (Anushka Sharma) জীবনে আসবে নতুন অতিথি। 

మరింత సమాచారం తెలుసుకోండి: