বলিউড অভিনেত্রী কঙ্গনার পরিবারে সুখবর। এবার কঙ্গনার দিদি মা হতে চলেছেন। বলিউডের অনেক তারকা যখন মা হওয়ার জন্য সারোগেসির পথে হাঁটছেন, ঠিক তখন কন্যা সত্তান দত্তক নেওয়ার কথা জানালেন রঙ্গোলি। একটি টুইটে রঙ্গোলি লিখেছেন, ''আমার ইতিমধ্যেই একটি সন্তান রয়েছে। আমি আরও একটি সন্তান চাইছিলাম। আমি আর আমার স্বামী (অজয় চান্দেল) সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সমস্ত দম্পতিকেই উৎসাহিত করব সারোগেসির পথে না হেঁটে সন্তান দত্তক নেওয়ার পথে হাঁটতে। সারোগেট সন্তান হয়ত আপনার একান্তই নিজের হবে। তবে আমার মনে হয় যাঁরা ইতিমধ্যেই পৃথিবীতে এসে গিয়েছে, অথচ নিজের ঘর নেই, বাবা-মা নেই তাঁদের কে সেটা দেওয়া উচিত।''
click and follow Indiaherald WhatsApp channel