ঠিক দু’বছর আগে। আরব সাগরের তীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বলিউডের চাঁদনি। তিনি শ্রীদেবী। সেই সঙ্গে তিনি মা-ও। জাহ্নবী কাপুর। একসঙ্গে কত ছবি করার ইচ্ছে ছিল, সেই আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় মেয়ে জাহ্নবীকে। মায়ের এই অকাল প্রয়াণে ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন জাহ্নবী। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজ অনেকটাই সামলে উঠেছেন তিনি। ‘ধরক’ ছবিতে ডেবিউ করেছেন। আগামী ২৪ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে জাহ্নবী অভিনীত আরেকটি ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। শত কাজের মাঝে আজও তিনি মাকে খুব মিস করছেন। শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টা পেজে জাহ্নবী শেয়ার করলেন মায়ের সঙ্গে ছেলেবেলার এক মিষ্টি মুহূর্তের ছবি— মাকে আলিঙ্গন করছেন তিনি। দু’জনের মুখেই মায়ার হাসি।
click and follow Indiaherald WhatsApp channel