● সকলকে রেলওয়ে সম্প্রসারনের জন্য অনেক শুভেচ্ছা।

● আজ এই প্রকল্পের মাধ্যমে হুগলি তথা বহু জেলার মানুষের উপকার হবে।

● বন্ধুগন আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, আমাদের আত্মনির্ভরতা ততটাই মজবুত হবে।

● আমি অত্যন্ত আপ্লুত যে কলকাতা ছাড়াও হুগলি, হাওড়া এবং ২৪ পরগনার মানুষ মেট্রোর সুবিধা লাভ করবেন।

● আজ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে তাতে দেড় ঘন্টার দূরত্ব ৩০ মিনিটে যাওয়া যাবে। এই সুবিধায় স্কুল, কলেজে যারা যান, চাকুরিজীবী, শ্রমজীবী মানুষের উপকার হবে। বিশেষ করে ইন্ডিয়ান স্টাটিস্টিকাল ইনস্টিটিউট, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানো সহজ হবে।

● কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানো সহজ হবে।

● মেট্রোর আধুনিকীকরণ সম্প্রতিকালে শুরু হয়েছে। আজ রেলপথ থেকে শুরু করে অত্যাধুনিক ইঞ্জিন আর প্রযুক্তি আজ ভারতের নিজস্ব।

● এতে আমাদের কাজের গতি, ট্রেনের গতিও বেড়েছে।

● পশ্চিমবঙ্গ আত্মনির্ভরতার একটি কেন্দ্র। এর মাধম্যে ব্যবসার বিপুল সম্ভাবনা।

● সিকিম রেলওয়ে নেটওয়ার্ক, হলদিবাড়ি ভারত- বাংলাদেশ রেলপথ, বিগত 6 বছরে অসংখ্য  রেলওয়ে ওভার ব্রিজ, আন্ডার ব্রিজ তৈরি হয়েছে। এর ফলে রেল নেটওয়ার্ক মজবুত হবে।

● তৃতীয় লাইন শুরু হওয়ার ফলে খড়গপুর আদিত্যপুর রেলপথে অবস্থা উন্নত হবে এবং হাওড়া মুম্বাই রেল পথে যোগাযোগ দ্রুত হবে। আজিমগঞ্জ থেকে খাগড়াগড় এর মধ্যে রেলপথ সম্প্রসারণের ফলে মুর্শিদাবাদে রেল যোগাযোগ সহজতর হবে। কলকাতা নিউ জলপাইগুড়ি গুয়াহাটি পর্যন্ত যোগাযোগ সহজ হবে। উত্তর পূর্ব ভারতে সুবিধা হবে। ডানকুনি বারুইপাড়া লাইনের জন্য হুগলির রেলপথে চাপ কমবে। রসুলপুর- মগরার ক্ষেত্রে রেলে খুব ভিড় হয়। নতুন লাইন হওয়ার ফলে এই সমস্যার সমাধান হবে।

● কয়লা, স্টিল, অনাজ উৎপাদনকারী অঞ্চলগুলি কে যুক্ত করে দেওয়া সম্ভব হবে নতুন সম্প্রসারিত রেলপথে।

● এর ফলে কর্মসংস্থান এবং অর্থের বিপুল সম্ভাবনা বাড়বে। এটাই তো প্রকৃত উন্নয়ন। এটাই তো সবকা সাথ, সবকা বিকাশ। এই লক্ষ্যেই আমরা সবাই কাজ করবো, এর জন্য রেলমন্ত্রী পীযুষ জিকে এবং পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই।
আমরা বাংলার স্বপ্ন পূরণ করব।

మరింత సమాచారం తెలుసుకోండి: