বহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতাতেও। এদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিন কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ।
দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি বাড়বে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তরবঙ্গে আজ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
click and follow Indiaherald WhatsApp channel