করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। কিন্তু অনেকেই ফিটনেসের নো এক্সকিউজ। তবে টলিউডের মল্লিক বাড়িতে খুশির আবহ। মা হতে চলেছেন কোয়েল মল্লিক রানে। কোয়েলের মা হওয়া নিয়ে যাতে কোনও জল্পনা না রটে তার জন্য নিজেই ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন নায়িকা। জানিয়েছিলেন মা হওয়ার খবর। সে দিন মেরুন কাফতান আর নেকপিসেও মোহময়ী কোয়েল। ছবি পোস্ট হতেই নেটাগরিকদের বিস্ময় আর শুভেচ্ছার ঢল নেমেছিল। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে অভিনেতা আবির মুখোপাধ্যায় থেকে গায়ক অনুপম রায়, সকলেই লাইক করেছিলেন কোয়েলের এই মা হওয়া নতুন লুকের ছবি।
click and follow Indiaherald WhatsApp channel