আগামী এক বছরের জন্য নির্দেশিকা জারি করা হল। আগামী ৭ নভেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। সরকার প্রকাশিত নির্দেশিকায় লেখা হয়েছে, ‘গুটখা ও বিভিন্ন রকম পানমশলার মধ্যে নিকোটি ন তামাকজাত নানা রকম উপাদান রয়েছে। সেগুলি মানুষের স্বাস্থ্যকর নয়। সেই কারণেই আগামী এক বছরের জন্য তামাকজাত এই দ্রব্যগুলির ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হল।’ তামাকজাত গুটখা বা পানমশলা ব্যবহার নিয়ে এর আগেও একাধিক রাজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। সেই পথে এক বছর আগেই হেঁটেছিল রাজ্য। সেই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।

অন্যদিকে, এবারও কি কালীপুজোয় বাজি নিষিদ্ধ হবে? করোনা পরিস্থিতিতে ফের হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক সমাজকর্মী। শুক্রবার মামলাটি শুনানি হবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের অবসরকালীন বেঞ্চে। কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজো অনুমতি দিয়েছিল সরকার। পুজো সময়ে মানুষের ঢল নেমেছিল মণ্ডপে। উৎসবের পর কিন্তু করোনা দৈনিক সংক্রমণ বাড়ছে রাজ্যে। জেলায় জেলায় ফের চালু হয়ে গিয়েছে মাইক্রো কনটেইনমেন্ট। শুক্রবার মামলাটি শুনানি হবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের অবসরকালীন বেঞ্চে। কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজো অনুমতি দিয়েছিল সরকার। পুজো সময়ে মানুষের ঢল নেমেছিল মণ্ডপে। উৎসবের পর কিন্তু করোনা দৈনিক সংক্রমণ বাড়ছে রাজ্যে। জেলায় জেলায় ফের চালু হয়ে গিয়েছে মাইক্রো কনটেইনমেন্ট।  মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা এবং মহকুমা হাসপাতালে ১০০টি শয্য়া বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। ২০ বেডের কোভিড ওয়ার্ড খোলা হচ্ছে গ্রামীণ হাসপাতাল ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও।

మరింత సమాచారం తెలుసుకోండి: