মঙ্গলবার ঘণ্টা খানেক জেরার পর অবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করল রিয়াকে। বিগত কয়েক দিন ধরেই রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারির জল্পনা শোনা যাচ্ছিল। আজ অবশেষে এনসিবি গ্রেপ্তার করল অভিনেত্রীকে।  রবিবার থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে।  কিছু ক্ষণ জেরার পরই দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি। অন্যদিকে, মঙ্গলবার এনসিবি দফতরে আসার সময় আলোচিত হল রিয়ার কালো টি-শার্ট। তাঁর টি-শার্টে লেখা, এসো ধ্বংস করি পিতৃতন্ত্রকে।  

মঙ্গলবার রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) একটি কালো টি-শার্ট পরে আসেন এনসিবি দফতরে। তাতে ইংরেজিতে লেখা,'Roses are red, violets are blue, let's smash the patriarchy, me and you।'  বাংলা তর্জমা করলে দাঁড়ায়- গোলাপ লাল, বেগুনি নীল, এসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে।' বাংলা তর্জমা করলে দাঁড়ায়- গোলাপ লাল, বেগুনি নীল, এসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে।'  

మరింత సమాచారం తెలుసుకోండి: