নটির চরিত্রে অভিনয় করা যে কোনও অভিনেত্রীর কাছে স্বপ্নের মতো। যে কেউ চায় নটির চরিত্রে অভিনয় করা। আবার নটির বার্ধক্যের সময়কার কথা জানতে আগ্রহ অনেক। তাঁর নটী হয়ে ওঠার গল্প তো ছবিতে থাকবেই, পাশাপাশি তাঁর বৃদ্ধ বয়সের কাহিনিও এবার তুলে ধরা হবে। বিনোদিনীর থিয়েটার জীবনের কথা, তাঁর জীবনে গিরীশ ঘোষ বা রামকৃষ্ণের অবদানের কথা অনেকেই জানে। কিন্তু থিয়েটার থেকে বিদায় নেওয়ার পর তাঁর জীবন কীভাবে কেটছিল, সেই গল্প খুব কম লোকের কাছেই পরিচিত। তাই থিয়েটার থেকে অবসর নেওয়ার পর বিনোদিনী দাসী কী হয়েছিল, তাও ছবিতে রাখবেন প্রদীপ সরকার। তবে নটির চরিত্রে অভিনয় করবেন কে ? শোনা যাচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন। তবে এখনও পর্যন্ত ঐশ্বর্য রাই বচ্চনের তরফ থেকে কোনও কিছু জানানো হয়নি। তাই এ খবর কতটা সত্যি সে সন্দেহ রয়েই যাচ্ছে।
click and follow Indiaherald WhatsApp channel