আনিস খান মামলায় রাজ্যের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর উপরই আস্থা রাখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। চার মাস পর হাওড়ার ছাত্রনেতা আনিস খান হত্যা মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি মান্থা জানান, সিবিআই তদন্তের প্রয়োজন নেই। আনিস মামলায় রাজ্য পুলিশের সিট-ই তদন্ত করবে। সিট-ই চার্জশিট পেশ করবে। অন্য দিকে আনিসের বাবা জানান, ডিভিশন বেঞ্চে মামলা করছেন তাঁরা।

কোনও প্রভাব ছাড়াই তদন্ত করতে হবে। এমনকী দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করতে হবে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে (SIT)। বিচারপতি  রাজাশেখর মান্থার বক্তব্য, ''এই মূহুর্তে মামলা সিবিআই হাতে ট্রান্সফার করার প্রয়োজন আছে বলে মনে করছি না। অদন্তে কোনও প্রভাব খাটানোর চেষ্টা হয়নি।'' রাজ্য সরকারের নির্দেশে জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। সেই সিটের তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সন্তুষ্ট বিচারপতি। গত ৭ জুন আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। 

গত ফেব্রুয়ারি মাসে আনিসের মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত নামে রাজ্যের গঠন করা বিশেষ তদন্তকারী দল। যদিও আনিসের পরিবার বার বার জানায় তদন্তের প্রতি তারা আস্থাশীল নয়। আনিসের বাবা সালেম খান হাই কোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। যদিও পুলিশি তদন্তের উপরই আস্থা রাখে কলকাতা হাই কোর্ট। কিন্তু তদন্ত যত এগিয়েছে আদালতের প্রশ্নের মুখ পড়েছে পুলিশি তদন্ত।

మరింత సమాచారం తెలుసుకోండి: