বলিউডে এখন সর্বজন চর্চিত কাপল হলেন রণবীর আলিয়া। দুজনে এখন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন একথা সর্বজনবিদিত।অবশ্য তাঁরা নিজেদের সম্পর্কের কথা লুকিয়ে যাওয়ার চেষ্টাও করেননি।দুজনেরই পরিবার এই সম্পর্কে বেজায় খুশি।খুব সম্ভবত আগামী বছরই বিয়েটা সেরেই ফেলবেন।মাঝে মধ্যেই দুজনে উড়ে যাচ্ছেন বিদেশে রণবীরের বাবার সাথে দেখা করতে।সেখানে তিনি চিকিৎসাধীন।আপাতত প্রেমে মজে এই যুগল। তবে আসা করা যায় তাঁর অবস্থা দীপিকার মত হবে না। দীপিকাকে ট্যাটু করিয়ে মুছে ফেলতে হয়েছিল।শোনা যাচ্ছে ঋষি কাপুর তাঁদের বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না।তাদেরকে একসাথে দেখে তিনি খুব খুশিই হন। তাঁরাও খুব খুশি নিজেদের বোঝাপড়াতে।নিজেদের প্রেমকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে সামাজিক মর্যাদা দিতে চান উভয়েই।
আর সেই প্রেমেই আরও এক ধাপ এগিয়ে আলিয়া জানালেন তিনি রণবীরের নামে নিজের শরীরে ট্যাটু করাতে চান।
ফ্রেন্ডশিপ ডে এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ও তাঁর বন্ধু। সেখানেই প্রশ্নোত্তরের পর্ব চলছিল।সেখানেই তিনি জানান যে তিনি যদি কোনদিন ট্যাটু করান তাহলে করাবেন নাম্বার ৮।আসলে রণবীর ফুটবল খেললে ৮ নাম্বার জার্সি পরেই খেলেন। তাঁকেও ৮ নাম্বার জার্সি পরে ছবি তুলতে দেখা গিয়েছে।শুধু তাই না, আলিয়ার স্পীড ডায়ালে আছে রণবীরের নাম্বার।আগামী ছবি তাঁদের মুক্তি পাচ্ছে ২০২০ তে।
click and follow Indiaherald WhatsApp channel