তিনি অভিনেত্রী। তিনি এখন বলিউডের আইটেম নম্বরের প্রথম চয়েস। তিনি সানি লিওনি। ইতিমধ্যেই পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন। সম্প্রতি গাছে ওঠার ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন সানি লিওনি। ভাবছেন তো সানির কাণ্ড কারখানার কথা? ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে সানি লিখেছেন, ''Climbing and hanging around!'' ভিডিয়োতে দেখা যাচ্ছে, সানির গাছে ওঠা দেখে তাঁর সামনে দাঁড়িয়ে থাকা এক বন্ধু তাঁকে প্রশ্ন করেন, 'কী করছো?' সানিো অবলীলায় উত্তর দিলেন 'গাছে উঠছি।' গাছে উঠে যাওয়ার পর ডালে হেলান দিয়ে সানি বলেন, 'এখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনও সমস্যা নেই।'
click and follow Indiaherald WhatsApp channel