বলিউড আলোচিত জুটি সারা আলি খান ও কার্তিক আরিয়ান। বেশ কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল তাদের প্রেমে ভাটা পড়েছে। তবে লভ আজকাল পার্ট টু-এর শ্যুটিং শুরু হওয়ার তারা খুব ব্যাস্ত ছিলেন, সেই কারণে আপাতত এই ধরনের সম্পর্কে জড়িয়ে মনসংযোগ কেউ নষ্ঠ করতে চান না বলে দুই অভিনেতার ঘনিষ্ঠ মহলের তরফে জানা যায়।
সারা, কার্তিকের বিচ্ছেদ নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়ে যায় সোশ্যাল সাইটে, সেই সময় প্রকাশ্যে এল ওই দুজনের একেবারে অন্যরকম ছবি। যেখনে সারা আলি খানকে খাইয়ে দিতে দেখা গিয়েছে কার্তিক কে। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কার্তিক। ছবির ক্যাপশনে লেখেন, সারা রোগা হয়ে গিয়েছেন বেশ। আবার তাঁকে আগের মতো চেহারায় ফিরিয়ে আনতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন বলে। কার্তিক আরিয়ান এবং সারা আলি খানের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ফের জোর জল্পনা শুরু হয়ে যায়।
click and follow Indiaherald WhatsApp channel