প্রকাশ্যে দাবি উঠে গেল তৃণমূলের অন্দর থেকেই। তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সম্পাদক কুণাল ঘোষ টুইট করে এই দাবি জানালেন বৃহস্পতিবার সকালে। টুইটারে কুণাল লিখেছেন, ‘মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কৃত করা হোক। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব।’’ মন্ত্রিসভা থেকে পার্থকে অপসারণের জন্য বিরোধীদের দাবি জোড়ালো হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি মঙ্গলবার রাজ্য বিধানসভায় জমা দেওয়া হয়েছে। তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-য় মন্ত্রী বা দলের মহাসচিব হিসাবে পার্থ চট্টোপাধ্যায় হিসাবে পরিচয়ও দিচ্ছে না। তবে, তার নাম জাগো বাংলার সম্পাদক হিসাবে এখনও রয়েছে।

অন্যদিকে, আরও টাকা। পাহাড়–পরিমাণ টাকা। ওয়ারড্রোব থেকে শৌচাগার—সর্বত্র মিলল বিপুল পরিমাণ টাকা। আর তা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই ফ্ল্যাট থেকে ৪.৩১ কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। তাতে গয়নার থেকে বাট বেশি।‌ মাঝরাত পর্যন্ত টাকা গোনার শেষে অঙ্ক যা দাঁড়াল তা হল ২৮ কোটি টাকা। ইডি সূত্রে খবর, অর্পিতার বেলঘরিয়ার ক্লাবটাউন ফ্ল্যাট থেকে উদ্ধার হল এই ২৮ কোটি নগদ। উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এছাড়াও বেশকিছু দলিল এবং সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রাপ্ত ২২ কোটিকেও ছাপিয়ে গিয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: