জল্পনার অবসান হয়েছে নেক আগেই। টিম ইন্ডিয়া এবার উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট কোহলি-রোহিত শর্মারা পূর্ণাঙ্গ (তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০) সিরিজ খেলবে। আগামী ২৬ ডিসেম্বর  সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট (৩-৭ জানুয়ারি) জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট (১১-১৫ জানুয়ারি) কেপটাউনে আয়োজন করা হবে। বুধবার ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের পূর্ণশক্তির দলদল ঘোষণা করে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa)।

জোরে বোলার সিসান্ডা মাগালা এবং উইকেটরক্ষক রায়ান রিকলটন এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন। ২০১৯ সালে শেষ টেস্ট খেলা জোরে বোলার ডুয়ান অলিভিয়েরও দলে ফিরেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রামে থাকার পরে দুই জোরে বোলার কাগিসো রাবাডা এবং আনরিখ নোখিয়াও দলে ফিরেছেন। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বোর্ড জানিয়েছে, ‘এই বছর জুন মাসে দক্ষিণ আফ্রিকার যে দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল, মোটামুটি সেই দলই ধরে রাখা হয়েছে। দলে নতুন তিনজনকে নেওয়া হয়েছে।’ পুরো দল: ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাডা, সারেল আরউয়ি, বেউরান হেনড্রিক্স, জর্জ লিনডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, উইয়ান মালডার, আনরিখ নোখিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরায়নি, মার্কো জানসেন, গ্লেনটন স্টারম্যান, প্রেনিলান সুব্রায়েন, সিসান্ডা মাগালা, রায়ান রিকলটন, ডুয়ান অলিভিয়ের।

మరింత సమాచారం తెలుసుకోండి: