কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমে ১৬,২৯৯। বুধবার এই সংখ্যা ছিল ১৬,০৪৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,১৪৬। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র (১,৮৪৭), কর্নাটক (১,৬৮০), কেরল (১,৩১৭) ও হরিয়ানা (১,১৪৫)। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার সামান্য কমে হল ৪.৫৮ শতাংশ। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ৪.৯৪ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে রাজধানীতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়ে আট জন ব্যক্তি মারা গিয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় একটি আর্মি কোম্পানির অপারেটিং ঘাঁটিতে হামলা চালান হয়। ভোরের হামলায় অন্তত দুই সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনজন জওয়ান শহীদ হয়েছেন বলেও জানা গিয়েছে। সন্ত্রাসবাদীরা এখানে সেনাবাহিনীর কোম্পানি পরিচালনা ঘাঁটিতে আত্মঘাতী হামলার চেষ্টা করে। এরপরেই দুই পক্ষের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ফলে অন্তত পাঁচ জওয়ান আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। হামলায় আহতদের মধ্যে একজন কর্তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু থেকে প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে পারগাল এলাকায় এই গুলির যুদ্ধ শুরু হয়। তিনি জানিয়েছেন, ‘পরগাল রাজৌরিতে অন্ধকারের সুযোগে একটি পোস্টে ঢোকার চেষ্টাকারী ২ সন্ত্রাসবাদীকে সনাক্ত করে সজাগ সৈন্যরা।সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করা হয়েছে।’ তিনি আরও বলেন যে পাঁচ জন সৈন্যও আহত হয়েছে এই ঘটনায়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং তাদের চিকিৎসা করা হচ্ছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: