আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও রেড অ্যালার্ট (Red Allert) জারি করা হয়েছে। তবে বৃষ্টি নামলেই যে একেবারে স্বস্তি মিলবে এমনটা না। কারণ, বেশির ভাগ জায়গাতেই খুব ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হবে। সামান্য তাপমাত্রা কমলেও অস্বস্তি ও গরম ভাব থাকবে। তবে লু'এর হাত থেকে মুক্তি পাবে রাজ্য বাসি।
এদিকে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর উপরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজকেও তাপ প্রবাহের সতর্কতা থাকছে।
click and follow Indiaherald WhatsApp channel