২৪ ঘণ্টায় রাজ্যে নয়া রেকর্ড গড়ল কোভিড-১৯ এর সংক্রমণ। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪২৭। মারা গিয়েছেন ১১ জন। এ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৩০৩। বেড়েছে নমুনা টেস্টের হারও। সুস্থতার হার অবশ্য বেশ ভাল। এখনও পর্যন্ত এ রাজ্যের ২,৯১২ কোভিড নাইট্টিনকে হারিয়ে বাড়ি ফিরেছেন। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৮৯ জন। মৃত্যুর নিরিখেও এগিয়ে রয়েছে কলকাতা। করোনার কারণে মারা গিয়েছে ১৮৬ জন। কো-মর্বিডিটির কারণে ৫২ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৯৮৬ জনের টেস্ট হয়েছে। এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে। আরও ৩টি ল্যাবরেটরি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি সরকারি কোয়রান্টিনে রয়েছে ২৩ হাজার ০৭৭ জন। হোম কোয়রান্টিনে রয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৪৪৮ জন। যাঁরা ভিন্রাজ্য থেকে ফিরেছেন, তাঁরাও কোয়রান্টিনে রয়েছেন। সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৬২৪ জন।
২৪ ঘণ্টায় রাজ্যে নয়া রেকর্ড গড়ল কোভিড-১৯ এর সংক্রমণ। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪২৭। মারা গিয়েছেন ১১ জন। এ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৩০৩। বেড়েছে নমুনা টেস্টের হারও। সুস্থতার হার অবশ্য বেশ ভাল। এখনও পর্যন্ত এ রাজ্যের ২,৯১২ কোভিড নাইট্টিনকে হারিয়ে বাড়ি ফিরেছেন। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৮৯ জন। মৃত্যুর নিরিখেও এগিয়ে রয়েছে কলকাতা। করোনার কারণে মারা গিয়েছে ১৮৬ জন। কো-মর্বিডিটির কারণে ৫২ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৯৮৬ জনের টেস্ট হয়েছে। এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে। আরও ৩টি ল্যাবরেটরি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি সরকারি কোয়রান্টিনে রয়েছে ২৩ হাজার ০৭৭ জন। হোম কোয়রান্টিনে রয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৪৪৮ জন। যাঁরা ভিন্রাজ্য থেকে ফিরেছেন, তাঁরাও কোয়রান্টিনে রয়েছেন। সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৬২৪ জন।
click and follow Indiaherald WhatsApp channel