সপ্তাহের শেষে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বয়ে যেতে পারে ঝড়। এমনই জানিয়েছেন আবহবিদরা। গত কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী বয়ে গেলেও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এখনো তার দেখা পাওয়া যায়নি। যার ফলে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই অবস্থায় বৃষ্টির জন্য মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ। অবশেষে তাদের জন্য এল কিছুটা স্বস্তির খবর। পূর্বাভাস অনুসারে, সপ্তাহ যত গড়াবে তত বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতি থেকে রবিবারের মধ্যে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কালবৈশাখী হলে তাপমাত্রা কিছুটা কমবে তা ঠিক তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও।

অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির কাছে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ হল দু’টি দলের মধ্যে। এই সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। সাংসদ তাঁর বাড়ির সামনে এই ধরনের সংঘর্ষের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘বখরা নিয়ে সংঘর্ষ। খুব খারাপ লাগছে।’’ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে থেকে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে লেক গার্ডেন্সে দু’টি দলের মধ্যে বচসা শুরু হয়। সকালে তা মারপিটের আকার নেয়। লাঠি, রড নিয়ে মারপিট চলে বলে অভিযোগ। মারপিটের সময় ধারাল অস্ত্র নিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েক জনের মাথায় আঘাত লাগে। দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: