চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচ হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলল কলকাতা। প্রথমে ব্যাট করে কলকাতা ২০ ওভারে করেছিল পাঁচ উইকেটে ১৭২ রান। রক্তের গতি বাড়িয়ে দিয়ে প্রায় হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ ছিনিয়ে নিল চেন্নাই। রবীন্দ্র জাদেজা অসম্ভবকে সম্ভব করলেন। এ দিন চেন্নাই জেতার ফলে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেল প্লে অফে। কলকাতাকে থাকতে হল অপেক্ষায়। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দু' বারের চ্যাম্পিয়নরা পাঁচ নম্বরে। হাতে রয়েছে কেবল একটি ম্যাচ। পয়েন্ট তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ব্যাঙ্গালোর, দিল্লি ও পঞ্জাবের এখনও ২টি করে ম্যাচ বাকি।

১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করে চেন্নাইও।  ওয়াটসন ১৪ রান করে আউট হন।  এরপর ঋতুরাজ গায়কোয়াড এবং আম্বাতি রায়াডু জুটি চেন্নাইকে টানতে থাকে।  ২০ বলে ৩৮ রান করলেন রায়াডু। ফের ব্যর্থ ধোনি। করলেন মাত্র ১ রান। এরপর ৫৩ বলে ৭২ রান করে ফিরে যান ঋতুরাজ। এরপর স্যাম কুরান এবং রবীন্দ্র জাদেজা জুটি চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়ে। ১১ বলে অপরাজিত ৩১ রানের  দুরন্ত ইনিংস খেললেন জাদেজা। নাইটদের হয়ে কামিন্স আর বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। ১৩ ম্যাচ শেষে নাইটদের পয়েন্ট এখন ১২। পর পর দুটো ম্যাচ হেরে প্লে-অফের লড়াই কঠিন হয়ে গেল কলকাতার কাছে। কলকাতার শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।সেই ম্যাচ জিতলেও বাকি ম্যাচগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে কিং খানের দলকে।  

మరింత సమాచారం తెలుసుకోండి: