আগামী বছরের গোড়ায় যোগী আদিত্যনাথের রাজ্যে নির্বাচনী লড়াইয়ে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল কংগ্রেস। এ বার ভোটারদের কাছে সাতটি অঙ্গীকার করল তারা। ক্ষমতায় এলে ছাত্রীদের স্মার্টফোন-স্কুটি থেকে শুরু করে কৃষিঋণ পুরোপুরি মকুব, বিদ্যুতের দাম অর্ধেক করা বা লাখ লাখ বেকারের কর্মসংস্থান-সহ দেদার প্রতিশ্রুতি কংগ্রেসের। উত্তরপ্রদেশের দলের দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রার ছবি দিয়ে এই সাতটি অঙ্গীকার-সহ শনিবার একটি টুইটও করেছেন দলীয় নেতৃত্ব।

অন্যদিকে, শনিবার শ্রীনগরে জম্মু ও কাশ্মীর ইয়ুথ ক্লাবের সদস্যদের এক অনুষ্ঠানে অমিত শাহ হলেন, ডিলিমিটেশন রুখে দেওয়ার দাবি উঠছে। কেন তা স্থগিত করে দেওয়া হবে? এটা করলে রাজনীতির ক্ষতি হবে? দেখুন, কাশ্মীরে এসব আর হবে না। কাশ্মীরের তরুণদের সুযোগ করে দিতে লিমিটেশন হবে, তার পর নির্বাচন হবে। নির্বাচনের পর জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদাও ফিরবে। দেশের সংসদে দাঁড়িয়ে আমি এই কাথাই বলেছি। এটাই আমাদের পরিকল্পনা। আমাদের উদ্দেশ্যই হল কাশ্মীরি তরুণদের সঙ্গে বন্ধুত্ব করা। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার রদের প্রায় ২ বছর পর কাশ্মীরে গেলেন অমিত শাহ। শনিবার শ্রীনগরে এসে এক নিহত পুলিস কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাত করেন শাহ। তারপর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন। কাশ্মীরের নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকদের তাঁর প্রশ্ন, এত বাহিনী থাকতে এখানকার তরুণরা জঙ্গিদের খাতায় নাম লেখাচ্ছে কেন? এদিন বিকেলে তিনি জম্মু ও কাশ্মীর ইউথ ক্লাবের সদস্যদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই শাহ বলেন, প্রায় ২ বছর  কাশ্মীরে এলাম। এখানকার নিরাপত্তা পরিস্থিতি দেখে ভালো লাগছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: