হঠাৎ করেই আইপিএলের আকাশে কালো মেঘ। করোনা যেভাবে বাড়ছে তা রীতিমতো কপালে ভাঁজ পেলেছে। মহারাষ্ট্রে লকডাউনেরও বাবনা চলছে। এছাড়া সংক্রমণের হার হু হু রপে বাড়ছে। এই অবস্থায় সৌরভের বোর্ডের পাশে আজহারউদ্দিন। দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। আর তাই এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআইয়ের উদ্দেশে টুইট করলেন মহম্মদ আজহারউদ্দিন। আজ্জুর দাবি মুম্বই থেকে আইপিএল সরিয়ে নিলে তাঁর হায়দরাবাদ ক্রিকেট সংস্থা আইপিএল আয়োজনের জন্য তৈরি। টুইটারে আজহার লিখলেন, “এই কঠিন সময় সবার একে অপরের পাশে থাকা উচিত। আইপিএল সুস্থ ও সুষ্ঠু ভাবে আয়োজন করা ও বিসিসিআইকে সাহায্য করার জন্য হায়দরাবাদ ক্রিকেট সংস্থা পুরোপুরি তৈরি।” ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শোনা যাচ্ছে লকডাউনও হতে পারে মহারাষ্ট্রে। এমন অবস্থায় ইনদওর, হায়দরাবাদের মতো শহরের মাঠকে তৈরি রাখার ভাবনা করছে বিসিসিআই।

অন্যদিকে, আইপিএলের (IPL 2021) মুখে ফের করোনা আক্রান্ত আরেক ক্রিকেটার। দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) স্টার অলরাউন্ডার অক্ষর প্য়াটেলের (Axar Patel) পর এবার করোনা থাবা বসাল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (RCB) তারকা ব্য়াটসম্য়ান দেবদূত পাড্ডিকলের (Devdutt Padikkal) শরীরে। এমনটাই রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ২০ বছরের পাড্ডিকল এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন। বিজয় হাজার ট্রফিতে (Vijay Hazare Trophy) আগুনে ফর্মে ছিলেন পাড্ডিকল। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্য়াটেই। ৭ ম্য়াচে ১৪৭.৪০-এর গড়ে পাড্ডিকল করেছিলেন ৭৩৭ রান। 

మరింత సమాచారం తెలుసుకోండి: