আরও তিন মাস বিনামূল্যে মিলবে রেশন। কারণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির ক্ষেত্রে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮০ কোটি মানুষ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় প্রতি মাসে দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য পান। ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ধারার আওতায় ওই ৮০ কোটি উপভোক্তা চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত কোটার আওতায় তাঁরা যে রেশন পান, সেটা তো পান। তারপরও বিনামূল্যে পাঁচ কেজি খাদ্যশস্য পান ওই উপভোক্তারা।

অন্যদিকে, পুজোর আগে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ফের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে তাঁদের। পঞ্চম বেতন কমিশন অনুসারে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ব্যবধান আরও বাড়ল। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগেই ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। রাজ্য সরকার সেখানে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৫ শতাংশ। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুরাগ ঠাকুর জানান, উৎসবের মরশুমে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: